মাধ্যমিক পরীক্ষা: ঘড়ি নিয়ে অভিভাবকদের ক্ষোভ - Aaj Bikel
মাধ্যমিক পরীক্ষা: ঘড়ি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

মাধ্যমিক পরীক্ষা: ঘড়ি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

Share This



কলকাতা : সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ৷ প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রের সব ঘরে ঘড়ি না থাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছে | ঘড়ি নিয়ে অভিভাবকদের মধ্যে বেড়েছে ক্ষোভ ।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ও ক্যালকুলেটার নিয়ে কোনও সমস্যা না হলেও, ঘড়ি নিয়ে অভিভাবকদের মধ্যে বেড়েছে ক্ষোভ । মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ ছিল,মোবাইল, ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটার পরীক্ষার্থীদের সঙ্গে রাখা যাবে না । সোমবার সকালে বেথুন স্কুলে এ নিয়ে সমস্যা তৈরি হয় । অভিভাবকদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রগুলির সব ক্লাস রুমে ঘড়ি নেই । ফলে সময় দেখতে অসুবিধে হবে পরীক্ষার্থীদের । নির্দিষ্টি একটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের । এনিয়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভও দেখান অভিভাবকরা । পর্ষদের নির্দেশ ছিল, ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা । ডিজিটাল ঘড়িতে নিষেধাজ্ঞার কথা জানানো হলেও, কোনও সাধারণ ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের ।

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৯২১ জন । ছাত্র ৪ লক্ষ ৮১ হাজার ৩৯৫ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২০ হাজার ৭০৩ জন । এ বছর ৩৭টি স্কুলের ৮৩২জন পরীক্ষার্থী অলচিকি ভাষায় পরীক্ষা দেবেন । বরাবরের মতো পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর এবং মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ । পরীক্ষা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়া হয়েছে ৷ সিলবন্দি প্রশ্নপত্র খোলা হয় পরীক্ষার ঘরেই ৷ পরীক্ষা কেন্দ্রে ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন জমা দিতে হয় পরীক্ষার্থীদের ৷ ফোন জমা দিতে হয় শিক্ষক,অশিক্ষক কর্মীদেরও ৷

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, প্রশ্নপত্র অসন্তোষ নিয়ে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না । পরীক্ষা হলে ভাঙচুরের মতো ঘটনা ঘটলে ক্ষতিপূরণের দায় নিতে হবে বিশৃঙ্খল ছাত্রছাত্রীদের স্কুলকেই । বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা নিয়েও সতর্ক পর্ষদ । পর্ষদের সভাপতি জানান, পরীক্ষা হলে ভাঙচুরের মতো ঘটনা ঘটলে পরীক্ষার্থীদের স্কুলকেই ক্ষতিপূরণ দিতে হবে । প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত আছে । আছে মেডিক্যাল ইউনিটও । প্রায় প্রতিটি জেলাতেই কয়েকটি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে । সেই কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রের বাইরেও এবার পুলিশ থাকবে ৷ তবে, যদি কোনও কেন্দ্রে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে স্কুলের ভিতরে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ ৷ স্কুল থেকে ১০০ মিটার দুরত্বের মধ্যে যাতে কোনও জেরক্সের দোকান খোলা না থাকে, তার জন্য জারি করা হয়েছে নির্দেশিকা ৷ পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও রকম মাইক বা চোঙা ব্যাবহার তিন দিন আগে থেকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ৷ পরীক্ষার সময় যাতে কেউ মাইক ব্যবহার না করেন, তার দিকে নজর রাখবে পুলিশ ৷ কলকাতা সহ রাজ্যের অন্য জেলাগুলির ক্ষেত্রেও বলবৎ করা হয়েছে এই ধরনের পুলিশি ব্যবস্থা ৷

কোন মন্তব্য নেই: