আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান - Aaj Bikel
 আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান

আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান

Share This

কাঠমাণ্ডু  : নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান| স্থানীয় সময় অনুযায়ী সোমবার ২.২০ মিনিট নাগাদ ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ইউএস-বাংলাদেশ (বাংলাদেশ এয়ারলাইন) সংস্থার একটি বিমান| বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে| পাশাপাশি বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| বিমানবন্দর সূত্রের খবর, সোমবার নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)-এর পূর্ব দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ইউএস-বাংলাদেশ (বাংলাদেশ এয়ারলাইন) সংস্থার ওই বিমানটি| দুর্ঘটনার পরই কালো ধোঁয়া নির্গত হতে থাকে|

৭৮ জন আসন বিশিষ্ট ইউএস-বাংলাদেশ বিমানটিতে মোট ৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| ঢাকা থেকে কাঠমাণ্ডু উড়ে গিয়েছিল বিমানটি| এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে| এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রের খবর, নোজহুইলে সমস্যা থাকার কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ| বন্ধ রাখা হয়েছে কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর|

কোন মন্তব্য নেই: