সমর্থন' প্রকল্প ঘোষণা হতেই ভিন রাজ্য থেকে দেশে ফেরার হিড়িক শ্রমিকদের - Aaj Bikel
সমর্থন' প্রকল্প ঘোষণা হতেই ভিন রাজ্য থেকে দেশে ফেরার হিড়িক শ্রমিকদের

সমর্থন' প্রকল্প ঘোষণা হতেই ভিন রাজ্য থেকে দেশে ফেরার হিড়িক শ্রমিকদের

Share This

বাঁকুড়া : সহায়তা প্রকল্পে ঘোষনা হতেই প্রত্যাবর্তনের হিড়িক। আর্থিক সাহায্য নিতে লম্বালাইন জেলা প্রশাসনের দফতরে। এমনই নজিরবীহিন ঘটনা বাঁকুড়া জেলায় ধরা পড়ল।

ওরা কেউ ওড়িশা, কেউ ঝড়খন্ড কেউ আবার গুজরাট মহারাষ্ট্রে অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। ভালই চলছিল তাদের সংসার। সম্প্রতি একের পর এক ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনায় আতঙ্ক যেন চেপে বসেছে ওদের মধ্যে। তাই মুখ্যমন্ত্রী এ রাজ্য থেকে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের জন্য সমর্থন প্রকল্পের ঘোষণা করেছেন। তাতে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আর তাতেই হাজারে হাজারে ভিন রাজ্যের শ্রমিক ঘরে ফিরতে শুরু করেছে বাঁকুড়া জেলায়। প্রকল্পের সুবিধা নিয়ে নিজের রাজ্যে স্থায়ী কোনো উপার্জনের রাস্তা খুঁজতে।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে । বহুক্ষেত্রে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের খুন করার অভিযোগও উঠছে। এহেন পরিস্থিতিতে আতঙ্কিত ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা। বাঁকুড়া জেলার কমবেশি সব ব্লক থেকেই বহু মানুষ ভিন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করতে যান। পার্শ্ববর্তী ঝাড়খন্ড বা ওড়িশাই নয় কর্নাটক , তামিলনাড়ু বা গুজরাট , মহারাষ্ট্র রাজস্থানের মতো দূরবর্তী রাজ্যগুলিতেও কাজ করতে যান অনেকে। কিছু কিছু ক্ষেত্রে ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিকরা যেমন তাদের নাহ্য মজুরি পায় না তেমনই সব সময় স্বজন পরিজনহীন রাজ্যে নিরাপত্তাহীনতা তাড়া করে বেড়ায় তাঁদের। সম্প্রতি ভিন রাজ্যে একের পর এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই শ্রমিকদের পরিবারগুলিও ।

 তাই ভিন রাজ্যের কাজ ছেড়ে অনেকেই চাইছেন এই রাজ্যে ফিরে ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতে। গত কয়েকদিনে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে রীতিমত লাইন দিয়ে আবেদন জমা করেছেন তাঁরা। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান," প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। রাজ্যের এই প্রকল্পের অন্তর্ভুক্ত জেলাগুলির যে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে নেই বাঁকুড়া জেলা। আবেদন গুলি যাচাই করে তা পাঠানো হবে শ্রম দফতরে। তারপর পরিস্থিতি বিচার করে ওই প্রকল্পে বাঁকুড়া জেলাকে অন্তর্ভুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে।"

কোন মন্তব্য নেই: