তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার নন্দকুমারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সড়ক যোজনা প্রকল্পে রাজ্যে ২৫ হাজার ৪৮৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল।ইতিমধ্যেই ১৮ হাজার ৯১১ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে।মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলা থেকে একদিনে রাজ্যে আরও ১২ হাজার কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করেন।মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুর্ব মেদিনীপুরের নন্দকুমারে আর আই ডি এফ ফান্ডে ১৪ কিমি রাস্তার সংস্কার, সহ ৬টি নতুন রাস্তার উদ্ভোধন করেন উপস্থিত ছিলেন নন্দকুমার বিধান সভার বিধায়ক সুকুমার দে, সভাপতি সুকুমার বেরা, বি ডি ও মহঃ আবু তৈয়ব , বরগোদা গোদার পঞ্চায়েতের প্রধান গৌতম মান্না প্রমুখ ।
অপরদিকে এগরা-২ ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতের চারটি রাস্তার উদ্বোধন করেন এগরা-২ ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বারুই।তিনি বলেন,"দুবদাহাট থেকে বেতাহাট পাকাপুল পর্যন্ত ৬.৪১ কিলোমিটার রাস্তা মোরামীকরণ সহ মেরামতি হবে ৪৪ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ টাকা ব্যয়ে।দুবদা উত্তমচরণ প্রাথমিক বিদ্যালয় থেকে লক্ষীচন্ডী মন্দির পর্যন্ত ০.৭৭ কিমি ঢালাই রাস্তা হবে ২৪ লক্ষ ৯৫ হাজার ৯৫৯ টাকা ব্যয়ে।দুবদা থেকে বেতা ব্রীজ পর্যন্ত ০.৬৩ কিমি ঢালাই রাস্তা হবে ৩৪ লক্ষ ৯৮ হাজার ৯৭৯ টাকায়।দুবদা থেকে বেতা সেচব্রীজ পর্যন্ত ০.৬৩ কিমি রাস্তা ৩৪ লক্ষ ৯৮ হাজার ৯৭৯ টাকা ব্যয়ে রুপায়িত হবে।"এ দিন উপস্থিত ছিলেন দুবদা গ্রাম পঞ্চায়েত প্রধান সত্যরঞ্জন মাইতি,উপপ্রধান সুধাময়ী সাউ,প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রনাথ দুয়ারী,শিক্ষক রাজকুমার দুয়ারী প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন