খাগরিয়া : বড়সর দুর্ঘটনার হাত থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস| মঙ্গলবার ভোরে দিল্লি থেকে ডিবরুগড় যাওয়ার পথে মহেশখুঁট থানা এলাকার বন্নি হল্ট স্টেশনে কাছে লাইনে ফাটল দেখা যায়| তখন ওই লাইন দিয়ে রাজধানী যাওয়ার কথা| কিন্তু তার আগেই রাজধানীকে থামিয়ে দেওয়ার ফলে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায় রাজধানী এক্সপ্রেস| এদিন ভোরে লাইন ফাটলের ঘটনাটি প্রথম দেখতে পান ওই এলাকার গ্রামের মানুষজন| সেই সময়ই ডাউন লাইন দিয়ে রাজধনী এক্সপ্রেসের ট্রেনটি আসছিল| ট্রেনটিকে আসতে দেখে গ্রামের মানুষ লাল কাপড় দেখিয়ে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন| গ্রামবাসীদের সেই চেষ্টা বিফলে যায়নি| গ্রামবাসীদের কাপড় ওড়াতে দেখে বিপদের গন্ধ আঁচ করতে পেরে চালক ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেয়| পরে জানা যায় ওই লাইনে বেশ বড়সর ফাটল দেখা দিয়েছে| এই ঘটনায় জেরে রাজধানী এক্সপ্রেসকে ৪০ মিনিট দাড় করিয়ে রাখা হয়|
ঘটনা সম্পর্কে আরপিএফ আধিকারীক পঙ্কজ কুমার জানিয়েছেন, বান্নি স্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখা যায়| স্থানীয় মানুষ প্রথমে লাইনে ফাটল দেখতে পেরে আরপিএফ-এ খবর দেয়| খবরটি পাওয়া মাত্র সেটি কন্ট্রোলরুমে জানান হয়| সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে ট্রেনটিকে থামানোর চেষ্টা করা হয়| এদিকে রেল সূত্রে জানা গিয়েছে, রাজধানী আসার আগে ওই লাইন দিয়ে অন্য প্যাসেঞ্জার ট্রেন গিয়েছে| কিন্তু তখন অবশ্য লাইনে ফাটল দেখা যায়নি| এদিকে এদিন এই ঘটনার খবর পেয়ে রেলের কর্মচারীরা ঘটনা যায় এবং লাইন মেরামতির জন্য ব্যবস্থা গ্রহণ করেন| এই ঘটনার জন্য রাজধানী এক্সপ্রেসকে ওই লাইনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়| পরে লাইনের মেরামতি হওয়ার পর রাজধানী সহ অন্যান্য ট্রেনকে ওই লাইন দিয়ে পাশ করানো হয়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন