স্কুলের মধ্যে অস্বাভাবিক আচরনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, প্রতিবাদে স্কুলে বিক্ষোভ - Aaj Bikel
স্কুলের মধ্যে অস্বাভাবিক আচরনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, প্রতিবাদে স্কুলে বিক্ষোভ

স্কুলের মধ্যে অস্বাভাবিক আচরনের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, প্রতিবাদে স্কুলে বিক্ষোভ

Share This


বাঁকুড়া  : অকারণে ছাত্র ছাত্রীদের ওপর নির্বিচারে মারধর। আবার কখনও স্কুলের আসবাব ও মিড ডে মিলের সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা। অভিযুক্ত শিক্ষিকাকে বদলির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করল শিক্ষাদফতর। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার রাজগ্রামের অভয়াচরন প্রাথমিক বিদ্যালয়ে।

বাঁকুড়া শহর লাগোয়া রাজগ্রাম অভয়াচরন প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা পদে দীর্ঘদিন কর্মরত রয়েছেন সুজাতা মুখোপাধ্যায়। শিক্ষিকা হিসাবে একসময় ব্যাপক নাম ছিল তাঁর। কিন্তু সম্প্রতি তাঁর বেশ কিছু অস্বাভাবিক আচরন রীতিমত আতঙ্ক তৈরি করেছে স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মনে। অভিযোগ, সম্প্রতি তিনি ছাত্র ছাত্রীদের ব্যাপক মারধর করতে শুরু করেছেন। সতর্ক করা হলেও তিনি সেকথায় কান দেননি।

 সোমবার তিনি স্কুল ছুটির পর স্কুলে থাকা দরকারী কাগজ পত্র ও মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী ছিঁড়ে ও ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে স্কুলে এসে বিষয়টি নজরে আসে স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীদের। বিষয়টি চাউর হতেই প্রতিবাদে সরব হয় অভিভাবকরা। মানি লোহার, ভাদু বাগদী প্রমুখ অভিভাবকরা জানান," ওই শিক্ষিকা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পড়ুয়াদের ওপর যেভাবে মারধর করেন। তাতে আতঙ্কিত। তাই তাঁর বদলীর দাবি জানাচ্ছি।" খবর পেয়ে স্কুল শিক্ষা দফতরে সহকারী স্কুল পরিদর্শকের নেতৃত্বে একটি তদন্তকারী দল স্কুলে তদন্তে যায়। সহকারী বিদ্যালয় পরিদর্শক তরুন ঘোষ জানান," খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"

কোন মন্তব্য নেই: