বেশ কয়েকদিন থাকবে শীতের আমেজ - Aaj Bikel
বেশ কয়েকদিন থাকবে শীতের আমেজ

বেশ কয়েকদিন থাকবে শীতের আমেজ

Share This

কলকাতা  : আরও বেশ কয়েকদিন থাকবে শীতের আমেজ । নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা । সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে । মঙ্গলবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।

আবহাওয়াবিদরা জানান, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বর্ধমানেও । আগামী কয়েকদিনে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস । তাই হালকা শীতেই গা ভাসিয়ে প্রেমের দিনে মজবে বাঙালি ।

বুধবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা । মঙ্গলবারও কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা । বেলার দিকে তা পরিস্কার হয়। আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । সর্বনিম্ন, ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৫৭ শতাংশ । সর্বনিম্ন,৪৬শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: