কলকাতা: সপ্তাহ শেষে ফের নামতে পারে পারদ । পশ্চিমি ঝঞ্ঝার জেরে জম্মু-কাশ্মীর, হিমাচলে তুষারপাত হচ্ছে ৷ তুষারপাতের জন্য শীতল উত্তুরে হাওয়া বইতে পারে এ রাজ্যেও ৷ উত্তর ভারতে তুষারপাতের জেরে, তাপমাত্রা কমবে বলে বৃহস্পতিবার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । শুক্রবার থেকে তাপমাত্রা পারদ নামবে ৷ আজও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷
বৃহস্পতিবার কুয়াশা ছিল ডুয়ার্সে । কুয়াশাচ্ছন্ন ছিল জাতীয় সড়ক ও রেল লাইন । দৃশ্যমানতা কম থাকায় দেওমালিতে দুর্ঘটনা ঘটে । জখম হন লরির চালক ও খালাসি । গতকাল রাতে ভুটান সীমান্তে বৃষ্টির জেরে ঠান্ডার অনুভূতি বেড়েছে ৷ বুধবারের বৃষ্টির জের ও বৃহস্পতিবারের অপরিবর্তিত আবহাওয়ার দরুন নতুন করে শিলিগুড়ি মহকুমায় তাপমাত্রা এক ঝটকায় অনেকটা নেমেছে ৷ গত তিন চার দিন ধরে দার্জিলিং সহ শিলিগুড়িতে ঠান্ডার ভাব কমে গিয়ে গরম বাড়ছিল ৷ কিন্তু বুধবার পাহাড়ে শিলাবৃষ্টিতে তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে ৷ তবে সন্ধ্যার দিকে এই শিলাবৃষ্টি হওয়ায় পর্যটকরা সেভাবে আনন্দে মাততে পারেননি ৷ দার্জিলিংয়ে এর আগে ২০০৫ সালে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল ৷
শুক্রবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । বৃহস্পতিবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম । সর্বনিম্ন, ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৫৫ শতাংশ । সর্বনিম্ন,৪৩শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন