নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্ক, বাকিটা লজ্জাজনক - Aaj Bikel
নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্ক, বাকিটা লজ্জাজনক

নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্ক, বাকিটা লজ্জাজনক

Share This
প্রতীকী ছবি

জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : নাবালিকার সঙ্গে সম্পর্কের অভিযোগে গ্রেফতার করা হল এক স্কুল শিক্ষককে। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল (২৫)। বাড়ি ঘুঘুডাঙাতে। জলপাইগুড়ি সদর ব্লকের বিন্নাগুড়ি প্রাথমিক স্কুলের শিক্ষক অভিজিৎ মণ্ডলের(২৫) স্থানীয় এক নাবালিকা ছাত্রীর সঙ্গে এক বছর আগে সম্পর্কে জড়িয়ে পড়ে।


জলপাইগুড়ি সদর ব্লকের বিন্নাগুড়ি প্রাথমিক স্কুলে এক বছর আগে যোগ দেন অভিজিৎ মণ্ডল। এরপর স্কুলের পাশের বাড়ির এক নাবালিকা সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গতকাল ওই নাবালিকা শিব পুজো উপলক্ষ্যে তাকে বাড়িতে ডাকে। নাবালিকার বাড়ি যাওয়ার পরই সেখানে উপস্থিত হয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই শিক্ষককে।

ধৃত শিক্ষক অভিজিৎ মণ্ডল বলেন, “ওর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। গতকাল ও আমাকে ফোন করে। দেখা করতে যাই। তারপর কী হল জানি না, পুলিশ আমাকে ধরে নিয়ে এল। আমি ওকে বিয়ে করতেও রাজি।” জলপাইগুড়ি থানার অাইসি বলেন, “অভিজিৎ মণ্ডল ষোলো বছরের এক নাবালিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এখন সে অন্তঃসত্ত্বা।” পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে।

কোন মন্তব্য নেই: