চণ্ডীগড় : সাত সকালে আগুন-আতঙ্ক পঞ্জাব ও হরিয়ানা সিভিল সচিবালয়ে| বৃহস্পতিবার সকালে পঞ্জাব ও হরিয়ানা সিভিল সচিবালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সিআইএসএফ ক্যান্টিনে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন| দমকল কর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আগুনের লেলিহান শিখায় ক্যান্টিনের ৭০ শতাংশ জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে|
পুলিশ ও দমকল সূত্রের খবর, ঘড়ির কাঁটায় সকাল তখন ন’টা হবে| পঞ্জাব ও হরিয়ানা সিভিল সচিবালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সিআইএসএফ ক্যান্টিনে ভয়াবহ আগুন লাগে| দমকলের দু’টি ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টায় সকাল ১০.১৫ মিনিট নাগাদ আগুন আয়ত্তে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের দোতলা ধোঁয়ায় ঢেকে যায়| মাত্রাতিরিক্ত ধোঁয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন সেই সময় সচিবালয় চত্বরে উপস্থিত মানুষজন|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন