মদ খাওয়ার টাকা না পেয়ে বাবাকে বঁটির কোপ - Aaj Bikel
মদ খাওয়ার টাকা না পেয়ে বাবাকে বঁটির কোপ

মদ খাওয়ার টাকা না পেয়ে বাবাকে বঁটির কোপ

Share This

কলকাতা : মদ খাওয়ার টাকা না পেয়ে বাবাকে বঁটির কোপ দিল মদ্যপ ছেলে । ঘটনাটি ঘটেছে কলকতার চেতলায় । ছেলের এই কীর্তি দেখে হতবাক পুলিশও । অভিযুক্ত ছেলে রজত দত্তকে আটক করেছে পুলিশ । আক্রান্ত বৃদ্ধ এখন হাসপাতালে চিকিত্সাধীন ।

পুলিশ জানায়, চেতলা থানার সিআইটি আবাসনের বহুদিনের বাসিন্দা ছিয়াত্তর বছরের নীলরতন দত্ত, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী । এক ছেলে এবং স্ত্রীকে নিয়েই তাঁর সংসার । তবে তাঁর ছেলে বছর পয়তাল্লিশের রজত দত্ত বেকার । স্থানীয়রা জানান, প্রায় রোজ রাতেই আকন্ঠ মদ খেয়ে বাড়ি ফিরত ছেলে রজত দত্ত । প্রতিদিনই ওই বাড়ি থেকে চিত্কারের আওয়াজ ভেসে আসত । বেশিরভাগই নীলরতন দত্ত ও তাঁর ছেলে রজতের গলায় আওয়াজ শোনা যেত । মদ্যপ অবস্থায় ছেলে মা,বাবাকে গালিগালাজ করা, কটু কথা বলা সহ চলত মারধরও । এমনকী মাঝে মাঝে বাড়ির বাইরেও বের করে দিত তাঁদের । বাবা, ছেলের মধ্যে নিত্য অশান্তির কথাও জানতেন স্থানীয়রা ।

বেকারত্বের জ্বালা মেটানোর জন্য নেশা করত রজত । সেই নেশা করার টাকা শেষ হয়ে গেলে, গতকাল রাতে বাড়ি ফিরে বাবার কাছে টাকা দাবি করে রজত । কিন্তু টাকা দিতে অস্বীকার করেন নীলরতন দত্ত । কিন্তু বৃহস্পতিবার সকালে অশান্তি মাত্রা ছাড়ায় । প্রথমদিকে খুব একটা বেশি আমল না দিলেও, নীলরতনবাবু ও তাঁর স্ত্রীর আর্তচিত্কার শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা । দেখা যায়, মদ্যপ অবস্থায় বটি হাতে তুলে বাবাকে কোপাচ্ছে রজত । মাকে আটকে রেখে দিয়েছে বাথরুমে । প্রতিবেশীদের দেখামাত্রই বটি ফেলে পালিয়ে যান রজত । তাঁরা রক্তাক্ত নীলরতন দত্তকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে ভর্তি করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । পুলিশের কাছে রজতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা । নীলরতনবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁদের ছেলে রজতকে গ্রেফতার করে চেতলা থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই: