কলকাতা : বুধবার ‘হিন্দু সংহতি’-র অনুষ্ঠানে গোলমাল হয়। আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে হিন্দু সংহতি মঞ্চের নেতা তপন ঘোষ-সহ চার কর্মীকে আটকক করা হয়। পুলিশ সূত্রের খবর, এদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে হিন্দু সংহতি মঞ্চের নেতা তপন ঘোষ প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুঃখপ্রকাশ করেন। রাত পর্যন্ত কাদের গ্রেফতার করা হল, সরকারিভাবে পুলিশ তাঁদের নাম জানায়নি।
ধর্মতলার হিন্দু সংহতির সভামঞ্চে এ দিন এক পরিবারকে দেখিয়ে দাবি করা হয় যে, তারা ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে এক সাংবাদিক বাধা পান। কিছু পড়ে দল বেঁধে সাংবাদিকরা সেই পরিবারের সদস্যদের কাছে গেলে ঘিরে ধরেন হিন্দু সংহতির কিছু সমর্থক। বচসা থেকে দুপক্ষের ধাক্কাধাক্কি হয়। আহত হন তিন সাংবাদিক. চিত্রগ্রাহকদের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির মাথা তপন ঘোষ। তাঁর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকেরা।
পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “সংবাদমাধ্যমকে ডাকার পর, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যখন তাদেরই মঞ্চে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে যায়, তখন এমনভাবে বাধা দেওয়া উচিৎ হয়নি। অন্যদিকে, সিপিএম সাংসদ ঘটনার নিন্দা করে বলেন, ‘এরা না হিন্দু, না সংহতি।’ তিনি দোষীদের শাস্তি দাবি করেন। যদিও সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এদের শাস্তি দিতে সত্যি কতটা আগ্রহী তা নিয়ে।
তপন ঘোষ বলেন, “কয়েকজন সাংবাদিক উত্তেজনা তৈরির চেষ্টা করেন, প্ররোচনা ছড়াচ্ছিলেন। হিন্দু সংহতি মঞ্চের কর্মীরা ধৈর্য হারিয়ে ফেলেন। যদিও এই ধরনের ঘটনা প্রত্যাশিত নয়। সংবাদমাধ্যমের উপর আক্রমণ নয়। এটা দুর্ভাগ্যজনক। আমি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি।”
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “এই অসভ্যতার বিরুদ্ধেই লড়াই চলছে। বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীরা ধ্বংস হবে।“
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন