মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের হল মুজ়াফ্ফরপুর আদালতে - Aaj Bikel
মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের হল মুজ়াফ্ফরপুর আদালতে

মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের হল মুজ়াফ্ফরপুর আদালতে

Share This

পাটনা  : দশ দিনের সফরে এখন বিহারের রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর তার মধ্যেই মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের হল বিহারের মুজ়াফ্ফরপুর আদালতে। বৃহস্পতিবার মামলার শুনানি হবে। ভারতীয় সেনা নিয়ে মন্তব্যের জেরে এক আইনজীবী ওই মামলা করেন। তাঁর নাম এম রাজু নাইয়ার। ওই আইনজীবীর কথায়, রবিবার মুজ়াফ্ফরপুরে আরএসএস প্রধান বলেন, লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি হতে ছ’মাস সময় নেবে সেনা।

 কিন্তু, সীমান্তে শত্রুদের মোকাবিলা করতে তিনদিনেই সেনা গঠনের ক্ষমতা রাখে আরএসএস। তাঁর এই মন্তব্য শুধু মানুষকে আঘাতই করেনি। ভারতীয় সেনাকে অপমানও করেছেন। মুজ়াফ্ফরপুরে আরএসএস-এর এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনও সেনা সংগঠন নয়। কিন্তু, সেনার মতোই নিয়মানুবর্তিতা রয়েছে আমাদের। যদি দেশের প্রয়োজন হয় এবং দেশের সংবিধান অনুমতি দেয়, তাহলে সীমান্তের শত্রুদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আরএসএস।”

কোন মন্তব্য নেই: