নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল সফরের বিরোধিতা করল চিন৷ এনিয়ে প্রতিবাদ মিছিলেও সামিল হওয়ার কথা জানিয়েছে বেজিং৷ চিনের বক্তব্য দক্ষিণ তিব্বতের অংশ অরুণাচল প্রদেশ৷ সেখানে সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ঠিক কাজ করেননি৷
বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং বলেন, চিন-ভারত সীমান্ত নিয়ে নিজের দিক থেকে চিন পরিষ্কার৷ চিনের সরকার কখনও সো-কলড অরুণাচল প্রদেশকে সম্মতি দেয়নি৷ সেই বিতর্কিত এলাকায় সফর করে ভারতের প্রধানমন্ত্রী ঠিক কাজ করেননি৷ চিন প্রতিবাদ জানাবে৷ ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়৷
জেং আরও জানিয়েছেন, বিতর্কিত এলাকা নিয়ে চিন ও ভারত সহমত পোষণ করে৷ এই বিতর্কিত এলাকা নিয়ে একটি সমাধান সূত্রে আসার জন্য দুদেশই কাজ করে যাচ্ছে৷ এজন্য আলোচনা এবং পরামর্শ চলছে৷ ইতিমধ্যেই কিছুটা জায়গায় মধ্যস্থতায় আসা গিয়েছে৷ চিনের তরফ থেকে ভারতকে ‘অনুরোধ’ জানানো হয়েছে, ভারত যেন সেই প্রতিশ্রুতি মেনে চলে৷ আর যা বাকি থাকবে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন