কমিউনিস্ট-মাওবাদী জোটের দখলে গেল নেপালের ক্ষমতা - Aaj Bikel
কমিউনিস্ট-মাওবাদী জোটের দখলে গেল নেপালের ক্ষমতা

কমিউনিস্ট-মাওবাদী জোটের দখলে গেল নেপালের ক্ষমতা

Share This

কাঠমাণ্ডু: নেপালের নয়া সংবিধান অনুযায়ী নির্বাচনে জয়ী হয় কমিউনিস্ট-মাওবাদী জোটের প্রধানমন্ত্রী হিসেবে কে পি শর্মা ওলি শপথ গ্রহণ করলেন৷ বৃহস্পতিবার কাঠমাণ্ডুর প্রেসিডেন্ট হাউস ‘শীতল নিবাস’-এ কেপি শর্মা ওলিকে শপথবাক্য নিয়েছেন৷ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি সহ বিশিষ্টরা৷ জোটের তরফে নেপালের নয়া প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চিনের ঘনিষ্ঠ বলে অান্তর্জাতিক মহলের খবর৷ মনে করা হচ্ছে, ওলির শাসনে নেপাল-চিন সম্পর্ক নিয়ে চিন্তায় থাকবে ভারত৷ কেপি ওলি যখন পূর্বে প্রধানমন্ত্রী ছিলেন তখনই কাঠমাণ্ডু-বেজিং সম্পর্ক বেশ গাঢ় হয়েছিল৷


নতুন করে সংবিধান রচিত হওয়ার পর গতবছর ঐতিহাসিক নির্বাচন হয় নেপালে৷ তাতে বিপুল জয় পায় সিপিএন(ইউএমএল) ও নেপালি মাওবাদীদের জোট৷ পরে জোটের তরফে কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালের মাওবাদী সংগঠন সিপিএন(এমসি) প্রধান নেতা প্রচণ্ড৷

প্রশ্ন উঠছে নতুন সরকার অর্থাৎ নেপালি কমিউনিস্ট ও মাওবাদীদের এই জোট কি দীর্ঘস্থায়ী হবে? যদিও দুটি দলই সমঝোতা করে পূর্ণাঙ্গ সময়ের জন্য সরকার চালাতে মরিয়া৷ আগেও তারা জোট করেছিল পরে আরও প্রশ্ন উঠছে, নেপালের নতুন এই বামপন্থী জোট সরকারের সঙ্গে চিনের সম্পর্ক কতটা প্রভাব ফেলবে ভারতের উপরে তা সময়েই বলবে৷

কোন মন্তব্য নেই: