হোলি উপলক্ষ্যে বাড়তি বাস চালাবে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম - Aaj Bikel
হোলি উপলক্ষ্যে বাড়তি বাস চালাবে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম

হোলি উপলক্ষ্যে বাড়তি বাস চালাবে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম

Share This

লখনউ : হোলি উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে আরও বেশি বাস চালাবে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম। এই বিষয়ে লখনউয়ের আঞ্চলিক প্রবন্ধক এ কে সিং বৃহস্পতিবার জানিয়েছেন, হোলি উপলক্ষ্যে এবার লখনউ থেকে ২০০টি অতিরিক্ত বাস চালানো হবে। এর মধ্যে ১৫০টি সাধারণ বাস এবং ৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস থাকবে। সাধারণ বাসগুলির বেশিরভাগই রাজ্যের পূর্বাঞ্চলে এলাকার মধ্যে দিয়ে যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি দিল্লি, গোরক্ষপুর, ইলাহাবাদ, বারাণসী, বাহরাইচের মধ্যে দিয়ে চলাচল করবে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে চারবাগ এবং কেশরবাগ ডিপো থেকে এই বাস পরিষেবা শুরু হবে। আটদিন ধরে এই বাড়তি বাস পরিষেবা পাবে সাধারণ মানুষ। অনলাইনের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলির আসনের বুকিং করা যাবে।

রাজ্য প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে দূরপাল্লা ট্রেনগুলির আসন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। সেই কারণে হোলির জন্য দূরপাল্লার বাসগুলি চালানো হবে। ইতিমধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলির আসন বুকিং শুরু হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই: