নারদকান্ডে ইডির তদন্তকারী অফিসার হঠাত্ বদলি - Aaj Bikel
নারদকান্ডে ইডির তদন্তকারী অফিসার হঠাত্ বদলি

নারদকান্ডে ইডির তদন্তকারী অফিসার হঠাত্ বদলি

Share This

কলকাতা : বৃহস্পতিবার নারদকান্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তকারী অফিসারকে সরানো হল ৷ এদিন হঠাত্ই ইডির তদন্তকারী অফিসার নিবেদিতা সেনগুপ্তকে বদলি করা হয় ৷ তার বদলে শুক্রবার দায়িত্ব নেবেন ডিএসপি পদমর্যাদার এক অফিসার ৷ তবে কেন তাঁকে সরানো হল সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি ইডির তরফে ৷ বিষয়টিকে রুটিন বদলি হিসেবেই দেখছেন তাঁরা ৷

ইডি সূত্রে খবর, এত বড় মামলায় একজন ডিএসপি পদমর্যাদার এক অফিসারই তদন্তকারী অফিসার হবার কথা ৷ নিবেদিতাদেবী ডিএসপি পদমর্যাদার অফিসার ছিলেন না , তাই তাকে সরতে হল৷ তাকে আপাতত পাঠানো হল কসবার জিএসটি ভবনে ৷

নারদা, রোজভ্যালি সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির মামলায় যথেষ্ট দক্ষতার সঙ্গেই তদন্ত করছিলেন নিবেদিতা সেনগুপ্ত ৷ সম্প্রতি নারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের একাধিক মন্ত্রী,সাংসদকে জেরা করে বয়ান রেকর্ড করেছেন তিনি ৷ তারপরেই আচমকাই এই ঘটনা ঘটল ৷ আদপে শুল্ক দফতরের অফিসার নিবেদিতা সেনগুপ্ত ৷ ডেপুটেশনে তাঁকে ইডিতে নিয়ে আসা হয়েছিল ৷ সেই ডেপুটেশনের সময়ও প্রায় শেষে হতে চলেছে ৷ তবে সেই সময় শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ যোগ্য অফিসার নিবেদিতাকে ইডিতে রেখে দেওয়ার জন্যই শীর্ষ অফিসারেরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়েছিলেন ৷ কিন্তু তা সম্ভব হয় নি ৷ নারদের মত গুরুত্বপূর্ণ মামলা থেকে এভাবে আচমকাই তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ায় তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে ইডির অফিসারদেরই একাংশ ৷

কোন মন্তব্য নেই: