নির্বাচনী প্রচারে ত্রিপুরায় পৌঁছলেন প্রধানমন্ত্রী - Aaj Bikel
demo-image
59476-pjrvajziax-1496207020

নির্বাচনী প্রচারে ত্রিপুরায় পৌঁছলেন প্রধানমন্ত্রী

Share This

আগরতলা : এইমাত্র রাজ্যে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকেই কপটারে চেপে তিনি শান্তিরবাজার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ বাদে প্রধানমন্ত্রী রাজ্যে এসে পৌঁছলেন। অরুণাচলে নয়া সচিবালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার ত্রিপুরায় আসতে বিলম্ব হয়ে গেছে। তবে আগরতলা থেকে তিনি শান্তিরবাজার গিয়ে একটি জনসভাকে সম্বোধিত করবেন।

শান্তিরবাজার থেকে আগরতলায় ফিরে এসে তিনি বিবেকানন্দ ময়দানে আয়োজিত আরও একটি জনসভায় ভাষণ দেবেন।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages