চন্দ্রকোনা : ভেঙে পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কেঠিয়া নদীর উপর সেতু। বুধবার চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লক এবং গড়বেতার মধ্যে সংযোগকারী সেতুটি ভেঙে পড়ে। একটি মালবোঝাই গাড়ি যাওয়ার সময় সেতুর মাঝের অংশ ভেঙে যায়। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় দু’পাড়ের যোগাযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ব্লক উন্নয়ন অাধিকারিক শাশ্বত প্রকাশ লাহিড়ি, ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান এবং প্রশাসনের অন্য আধিকারিকরা।
ইসমাইল খান বলেন, “এই সেতু দিয়ে প্রতিদিন কয়েকটি রুটের বাস, ট্রেকার ও বহু গাড়ি যাতায়াত করে। সেতুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা।” বিডিও বলেন, “দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা চালু করার চেষ্টা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন