যোরহাট কারাগার থেকে ফেরার সাজাপ্রাপ্ত কয়েদি - Aaj Bikel
যোরহাট কারাগার থেকে ফেরার সাজাপ্রাপ্ত কয়েদি

যোরহাট কারাগার থেকে ফেরার সাজাপ্রাপ্ত কয়েদি

Share This

যোরহাট   : যোরহাট কেন্দ্ৰীয় কারাগার থেকে ফেরার হয়ে গেছে এক সাজাপ্রাপ্ত কয়েদি। তার নাম রাতুল নাথ। কারাগারের নিয়মিত গণনার সময় এ ঘটনা প্রকাশ্যে এসেছে। দেওয়াল টপকে সে পালিয়ে গেছে বলে মনে করছেন কারাগার কর্তৃপক্ষ। রাতুল নাথের বিরুদ্ধে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছিল।

ঘটনা প্রকাশ্যে এলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জেলার পুলিশ প্রশাসনকে। পলাতক রাতুল নাথকে ধরতে পুলিশের পাশাপাশি চিরুনি তাল্লাশি চালিয়েছেন কারাগার কৰ্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। যোরহাটের সব থানাকে এ ব্যাপারে সতর্ক করে শহরের বাইরে যাওয়ার পথে নাকাবন্দি গড়া হয়েছে। তাছাড়া সম্ভাব্য সব স্থানে তার খোঁজ চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে কী করে, কখন রাতুল নামের সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়েছে, সে সম্পর্কে এখনই কোনও তথ্য জানাতে অস্বীকার করেছেন কারাগার কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই: