নয়াদিল্লি : শহিদদের নিয়ে সাম্প্রদায়িকতা করবেন না| জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের কথা উল্লেখ্য করে নিজের প্রতিক্রিয়ায় বুধবার এ কথাই বললেন নর্দান কম্যান্ডের চিফ জেনারেল দেবরাজ আনবু।
সাম্প্রতিক জঙ্গি হানায় কতজন মুসলিম শহিদ হয়েছেন মঙ্গলবার সেই পরিসংখ্যান তুলে ধরেন এআইএমআইএম-এর প্রধান ওয়েসি। ওয়েইসি গতকাল বলেন, ভারতের মুসলিমদের আনুগত্য নিয়ে যারা প্রশ্ন তোলে, মুসলিমদের পাকিস্তানি বলে, তারা বাস্তব থেকে অনেক দূরে। জম্মু ও কাশ্মীরে গত শনিবারের জঙ্গি হামলায় নিহত সাতজনের ৫ জনই মুসলিম। এ থেকে তারা বুঝুক যে, আমরা মুসলিমরাও এই দেশের জন্য জীবন দিচ্ছি। এদিন ওয়েসির ওই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আনবু আরও বলেন, "যারা এ ধরনের কথা বলছেন, তাঁরা সেনা বাহিনীকে ভালো করে জানেন না"।
প্রসঙ্গত, ভারতের প্রতি মুসলিমরা কতটা দায়বদ্ধ সে কথা বলতে গিয়ে মঙ্গলবার ওয়েসি বলেন, "যারা ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলে, তাদের জানা উচিত যে আমরা (মুসলিম সম্প্রদায়) দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছি"। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী সেদিন ওয়েসি জানান, গত শনিবারের পাক হামলায় নিহত ৭ জওয়ানের মধ্যে ৫ জনই মুসলিম| অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন সভাপতির এই মন্তব্যের পাল্টা জেনারেল আনবু বলেন, শহিদদের ওপর সাম্প্রদায়িক রং দেবেন না। আমরা শহিদদের সাম্প্রদায়িক চেহারা দিই না। যারা এ জাতীয় মন্তব্য করছেন, তারা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে জানেন না।ওয়েইসির মন্তব্য খারিজ করে সোস্যাল মিডিয়াতেও বলা হয়েছে, সবার রক্তের রংই লাল। রাজনীতিকরাই মানুষে মানুষে ভেদাভেদ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন