বাড়তে চলেছে তাজমহলের প্রবেশ মূল্য - Aaj Bikel
বাড়তে চলেছে তাজমহলের প্রবেশ মূল্য

বাড়তে চলেছে তাজমহলের প্রবেশ মূল্য

Share This

আগ্রা  : আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত। বাড়তে চলেছে তাজমহলের প্রবেশ মূল্য। বর্তমানে ৪০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা। তবে মূল সমাধি ক্ষেত্রে প্রবেশের জন্য মূল্য দিতে হবে আরও অনেক বেশি। গুণকে হবে মাথা পিছু ২০০ টাকা। তাজমহলকে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

এতদিন তাজমহলে ঢুকতে হলে দিতে হত ৪০ টাকা। যা ১০ টাকা বাড়ানো হল। যার বিনিময়ে ৩ ঘণ্টা তাজমহল দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে মেহতাব বাগ বিকেলের পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার যুক্তি, হাজার বছর তাজমহলকে বাঁচিয়ে রাখতে এই ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। তিনি জানিয়েছেন, কী ভাবে তাজমহলকে বাঁচানো যায় তার জন্য গবেষণা সংস্থা নিরি-র ওপর ভার দেওয়া হয়েছিল মন্ত্রকের তরফে। তিনি জানিয়েছে, বেশি দামের টিকিট চালু করলে অনেকেই সেখানে যাবেন না। ফলে দর্শকের চাপ কিছুটা কমতে পারে। তবে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশমূল্য বাড়ানো হয়নি।তা ১২৫০ টাকাই থাকছে। তাঁদের জন্য এয়ারপোর্ট থেকে আলাদা করিডোর দিয়ে তাজে পৌঁছনোর বন্দোবস্তও থাকছে। বিশেষ টিকিটধারীদের জন্য আলাদা লাইন, আলাদা চেকিং এবং আলাদা বাথরুম-সহ বেশ কিছু সুবিধা দেওয়া হবে।

কোন মন্তব্য নেই: