আগরতল : বুধবার ত্রিপুরায় চলছে শিব চতুর্দশী তথা শিবরাত্রি ব্রত ও পূজা। শিব চতুর্দশী উপলক্ষে রাজ্যের প্রতিটি শিবমন্দিরে উপচে পড়েছে ভিড়।
রাজ্যের প্রতিটি শিবমন্দিরেই বুধবার সকাল থেকে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। এদিকে রাজধানী আগরতলায় সেন্ট্রালরোড সংলগ্ন শিববাড়িতে বিশেষ মেলা বসেছে। শিববাড়ি ছাড়াও রাজন্য স্মৃতি বিজড়িত লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন শিবমন্দির এবং কের চৌমুহনি সংলগ্ন শিবকালী মন্দিরে শিবরাত্রি ব্রত ও পূজা উপলক্ষে ধর্মপ্রাণ মহিলা ও পুরুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে এই রাজ্যের পীঠস্থান তথা মন্দিরনগরী উদয়পুরে শ্রীশ্রীত্রিপুরেশরী ভৈরব মহাদেববাড়িতে উৎসব ও মেলা শুরু হয়েছে। বুধবার রাত ১২টা ৪৪ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি রয়েছে। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের পর চতুর্দশী তিথি শুরু হয়েছে। সকাল থেকেই শিবমন্দিরগুলিতে শিবলিঙ্গে তিল, তেল মেখে দুধ, ডাবের জল-সহ স্নান করার দৃশ্য লক্ষ্য করা গেছে।
শিবরাত্রির জন্য রাজ্যের প্রধান প্রধান বাজারগুলিতে বেলের আমদানি হয়েছে প্রচুর। তাছাড়া বেলপাতা, ধুতুরা ফুল, মিষ্টি, আলুর চাহিদাও ছিল বেজায়। এছাড়া শিবরাত্রিকে কেন্দ্র করে পতির মঙ্গল কামনা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। সকাল থেকেই মন্দিরগুলিতে ওঁ নমঃশিবায় ধ্বনির মাধ্যমে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন