আমরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ শিশু সুরক্ষা কমিশনের - Aaj Bikel
আমরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ শিশু সুরক্ষা কমিশনের

আমরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ শিশু সুরক্ষা কমিশনের

Share This

কলকাত  : ঐত্রি দে-র মৃত্যুতে আরও বিপাকে পড়ল আমরি হাসপাতাল। আমরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করল শিশু সুরক্ষা কমিশন। অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে একরত্তির ঐত্রির, কমিশনের রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। ঐত্রির পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ও রিপোর্ট দেখে কমিশন চিঠি পাঠাতে চলেছে স্বাস্থ্য ও নারী-শিশু কল্যাণ দফতরকে।

ঐত্রি-র মৃত্যুর ঘটনায় আমরি হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। গত ১৭ জানুয়ারি মুকুন্দপুরের আমরি হাসপাতালে মৃত্যু হয় আড়াই বছরের ঐত্রির। ভুল চিকিৎসা ও চরম গাফিলতির অভিযোগে ১৯ জানুয়ারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয় শিশুর পরিবার। কমিশন দু পক্ষের বক্তব্য ও রিপোর্ট দেখে হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করে। এ বিষয়ে স্বাস্থ্য ও নারী-শিশু কল্যাণ দফতরকে চিঠি দিতে চলেছে কমিশন। এখানেই থেমে থাকতে চান না ঐত্রির মা ও বাবা। মেয়ের মৃত্যুর বিচার পেতে লড়াই চালিয়ে যেতে চান তাঁরা।

কোন মন্তব্য নেই: