খেজুরীতে রাজ্যস্তরীয় আমজাদনগর সূর্য নবীন সংঘের উদ্যোগে মহিলা কবাডি প্রতিযোগীতা - Aaj Bikel
খেজুরীতে রাজ্যস্তরীয় আমজাদনগর সূর্য নবীন সংঘের উদ্যোগে মহিলা কবাডি প্রতিযোগীতা

খেজুরীতে রাজ্যস্তরীয় আমজাদনগর সূর্য নবীন সংঘের উদ্যোগে মহিলা কবাডি প্রতিযোগীতা

Share This

তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার খজুরীতে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মহিলাদের মধ্যে কাবাডি খেলার প্রসারের জন্যই মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন।একদিনের দিনরাত মহিলা কাবাডি প্রতিযোগিতা হল মঙ্গলবার।রাজ্যস্তরীয় বিভিন্ন জেলার ৪টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।সোদপুর,নদীয়া,উত্তর ২৪ পরগণা ও কোলকাতা জেলার এই চারটি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।খেজুরির আমজাদনগর সূর্য নবীন সংঘের উদ্যোগে এই আয়োজন।

আমজাদনগর প্রাথমিক স্কুলের খেলার মাঠে প্রতিযোগিতা হয়েছে।খেলা হয় লিগ পর্যায়ে।মাঠে ভীড় ছিল ভালই।এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য ও পুর্ব মেদিনীপুর জেলার কাবাডি এসোসিয়েশনের সহ-সভাপতি বিশ্বজিৎ মাইতি।উপস্থিত ছিলেন কামরদা গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল পাত্র,উদ্যোক্তা সংস্থার সম্পাদক সন্দীপ বেরা।সম্পাদক সন্দীপ বেরা বলেন,"খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ৪ হাজার ও ৩ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে।"

কোন মন্তব্য নেই: