কলকাতা : খাবারের মান খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে ‘টাস্ক ফোর্স’। এই সঙ্গে, পানীয় জলের বোতলে আবশ্যিক করা হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের ছাড়পত্র। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এ কথা জানান রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে।
সাধনবাবু এদিন বলেন, “টাস্ক ফোর্সে প্রতিটি জেলায় নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলাশাসক। সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য পুর স্বাস্থ্য অফিসার, খাদ্য নিরাপত্তা, ক্রেতা সুরক্ষা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি।“ ফুটপাথের নানা দোকানের খাবারের মান পরীক্ষা করতে সরকার কতটা উদ্যোগী— এই প্রশ্নের উত্তরে মন্ত্রী এই কথা বলেন। এই সঙ্গে তিনি স্বীকার করেন বোতলবন্দী পানীয় জলের গুনগত মান নিয়ে অনেক অভিযোগ উঠছে। অধিবেশনে তিনি জানান, “কেবল আইএসআই এবং পুরসভার ছাপ থাকলে হবে না। লিগাল মেট্রোলজির অনুমতিপত্র ও ঘোষণা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় সেই সব বোতল বাজেয়াপ্ত করা হবে।“
এর আগে এদিন বঙ্কিম চন্দ্র হাজরার নির্ধারিত প্রশ্নের উত্তরে অধিবেশনে মন্ত্রী জানান, গোটা রাজ্যে এখন ক্রেতা সুরক্ষা আদালত ১৯টি। এ ছাড়া, আদালতের তিনটি অতিরিক্ত বেঞ্চ আছে কলকাতায়। ২০১৭-র ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়ের হওয়া ১ লক্ষ ৫২ হাজার ৫৯৭টি মামলার মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার ৪৪৪টি মামলার নিষ্পত্তি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন