জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বাগে আনতে নতুন আইন আনছে কেন্দ্র - Aaj Bikel
জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বাগে আনতে নতুন আইন আনছে কেন্দ্র

জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বাগে আনতে নতুন আইন আনছে কেন্দ্র

Share This

মুম্বাই  : আর্থিক তছরুপ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বাগে আনতে এবার নতুন ভাবে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার | বিজয় মাল্য থেকে নীরব মোদীর মত দেশের একাধিক ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ করে তা শোধ না করে বিদেশে পালিয়ে গিয়েছে | আর জটিল আইনের মধ্যে থেকে তাদের দেশে ফেরাতে কালঘাম ছুটে যাচ্ছে তদন্তকরি সংস্থাগুলির | তাই এই দুর্নীতি ঠেকাতে এবং কোটি কোটি টাকা তছরুপ করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের সায়েস্তা করতে ‘দ্য ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স’ নামে একটি বিল আনতে চলেছে কেন্দ্র | ইতিমধ্যেই ওই বিলের খসড়া প্রকাশ করে সব দলের মতামত চাওয়া হয়েছে । নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার। সম্ভবত আগামী মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে |

উল্লেখ্য, ৯০০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন ব্রিটেনে আশ্রয় নিয়েছেন বিজয় মালিয়া। পাশাপাশি একেবারে টাটকা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১১,৪০০ কোটি টাকা ঋণ করে বিদেশে চলে গিয়েছেন হিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসি। এবার এই আইনের ফলে প্রবল বিপাকে পড়বেন দুর্নীতিতে যুক্ত এইসব ব্যবসায়ীরা।

নতুন আইনে দুর্নীতিকারীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাগুলিকে। এনিয়ে আর আদালতের জটিল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ‌যেতে হবে না তদন্তকারী সংস্থাকে। নতুন এই বিল অনু‌যায়ী, কোনও ব্যক্তি ‌যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে। ঋণ খেলাপি, আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, লগ্নিকারীদের টাকা ফেরত না দেওয়া-সহ একাধিক বিষয় থাকছে নতুন এই আইনের আওতায়। তবে কেলেঙ্কারির পরিমাণ ১০০ কোটি টাকা বা তার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

কোন মন্তব্য নেই: