বোতলবন্দি পানীয় জল নিয়ে কড়া ব্যবস্থা রাজ্য সরকারের - Aaj Bikel
বোতলবন্দি পানীয় জল নিয়ে কড়া ব্যবস্থা  রাজ্য সরকারের

বোতলবন্দি পানীয় জল নিয়ে কড়া ব্যবস্থা রাজ্য সরকারের

Share This


রাজ্যজুড়ে যত্র তত্র গজিয়ে উঠেছে বোতলবন্দি পানীয় জলের কারখানা। তবে বহু ক্ষেত্রেই মানা হচ্ছে না নিয়মাবলি, বজায় থাকছে না গুণমানও। ফলে অনেক ক্ষেত্রেই খারাপ জল বিক্রির অভিযোগ উঠছে। তাই এবার কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানানো হল, শুধু আইএসআই মার্ক থাকলেই চলবে না, এবার থেকে বোতলের গায়ে থাকতে হবে ক্রেতা সুরক্ষা দপ্তরের লিগাল মেট্রোলজি স্ট্যাম্প। এটি থাকলে তাহলেই মিলবে বিক্রির ছাড়পত্র । পাশাপাশি জানানো হয়েছে, ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ স্ট্যাম্প না থাকলে বন্ধ করে দেওয়া হবে সেই জলের কারখানা। জেলায় জেলায় গজিয়ে ওঠা ভেজাল বেআইনি জলের কারখানা বন্ধ করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই তৈরি হয়েছে টাস্ক ফোর্স। বিধানসভায় জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। এডিএম এর নেতৃত্বে জেলায় জেলায় থাকবে টাস্ক ফোর্সগুলি। ১১টি জেলায় মুক্তিধারা প্রকল্প শুরু করবে ক্রেতা সুরক্ষা দপ্তর। ১০৩০ টা পঞ্চায়েতে এই প্রকল্প চালু হবে। মূলত গ্রামের যুবক যুবতীদের জন্য এই প্রকল্প। এর পাশাপাশি আড়াই লক্ষ যুবক যুবতীদের ট্রেনিং দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। গ্রামকে সুন্দর করার জন্য এই কাজ করা হবে, যাতে যাতে সাধারণ মানুষ স্বনির্ভর হতে পারে। এই প্রকল্পে ৩০% ভর্তুকি দেবে রাজ্য সরকার৷

কোন মন্তব্য নেই: