ফাগওয়ারা : পঞ্জাবের ফাগওয়ারা এবং গোরায়া-র মাঝে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত হলেন সিনিয়র অকালি দল নেতা তথা প্রাক্তন বিধায়ক সরবজিত্ সিং মাক্কার এবং তাঁর স্ত্রী রুপিন্দরজিত্ কৌর মাক্কার| এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অকালি দল নেতার দেহরক্ষী কুলদীপ সিং এবং তাঁর আত্মীয় সুখদেব সিং আয়ুজলাও (এসইউভি গাড়ির চালক)| পুলিশ সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছিলেন প্রাক্তন বিধায়ক সরবজিত্ সিং মাক্কার| রাজধানী থেকে এসইউভি গাড়িতে চেপে তাঁরা জলন্ধর অভিমুখে ফিরছিলেন| ফাগওয়ারার উপকণ্ঠে ডিভাইন পাবলিক স্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে এসইউভি গাড়িটি|
জোরালো সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এসইউভি গাড়িটি| দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ট্রাকের চালক| পরে দুর্ঘটনাস্থলে পৌঁছন স্টেশন হাউস অফিসার (এসএইচও) ভরত মসিহ| আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় নিকটবর্তী গান্ধী হাসপাতালে| গান্ধী হাসপাতালের চিকিত্সক সতনাম সিং পারমার জানিয়েছেন, মাক্কার এবং স্ত্রী শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন| পরে আহত অবস্থায় প্রত্যেককে জলন্ধরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন