ট্রাক ভর্তি গাজা উদ্ধার - Aaj Bikel
 ট্রাক ভর্তি গাজা উদ্ধার

ট্রাক ভর্তি গাজা উদ্ধার

Share This

জলপাইগুড়ি  : জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় একটি ট্রাক থেকে মিলল গাঁজার প্যাকেট । জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অসম থেকে বিহার যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাকটিকে আটক করে । উদ্ধার হয় প্রায় সাড়ে চারশো কেজি গাঁজা।

সোমবার রাতে ট্রাকভর্তি গাঁজা বিহারে পাচার করার খবর পেয়ে বাহিনী নিয়ে জাতীয় সড়কে পৌঁছান জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। ট্রাকটি এলে সেটিকে আটকে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় প্রচুর গাঁজার প্যাকেট। ট্রাকটিকে আটক করার পাশাপাশি ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।আটক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোন মন্তব্য নেই: