শান্তির স্বপক্ষে দুই পক্ষকেই ভাবনা চিন্তা করা উচিত: ফারুক আব্দুল্লা - Aaj Bikel
শান্তির স্বপক্ষে দুই পক্ষকেই ভাবনা চিন্তা করা উচিত: ফারুক আব্দুল্লা

শান্তির স্বপক্ষে দুই পক্ষকেই ভাবনা চিন্তা করা উচিত: ফারুক আব্দুল্লা

Share This

নয়াদিল্লি : পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনির এবং গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করে চলার খবর এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরফলে উপতক্যায় শান্তি বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের চিরস্থায়ী শান্তির জন্য দুইপক্ষের কাছেই আহ্বান জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা।

এই বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত দুই রাষ্ট্র শান্তির জন্য ভাবনা চিন্তা না করবে। ততক্ষণ পর্যন্ত দুই তরফের মধ্যে গোলাবর্ষণ অব্যহত থাকবে এবং এইরকম ঘটনা ঘটতেই থাকবে। যত তাড়াতাড়ি তারা শান্তি নিয়ে ভাববেন, তত তাড়াতাড়ি এইগুলি বন্ধ হবে।

প্রসঙ্গত, মঙ্গলবারও নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর হামলা | পাক সেনাবাহিনীর হামলার কারণে একদিকে যেমন পঠনপাঠন ব্যাহত হচ্ছে, ঠিক তেমনই আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনের| মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ভিম্বের গালি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাশাপাশি রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেক্টরেও লাগাতার গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান|

অন্যদিকে মঙ্গলবার রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

কোন মন্তব্য নেই: