উলুবেড়িয়া : চলন্ত ট্রেন থেকে মুখ বার করে থুথু ফেলতে গিয়ে বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা খেয়ে গুরুতর আহত এক ট্রেন যাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার ভোরে হাওড়ার দক্ষিণপূর্ব শাখার উলুবেড়িয়া এবং বীরশিবপুর স্টেশনের মাঝে ঘটেছে। সূত্রের দাবি দোল উৎসব উপলক্ষ্যে ফুল কেনার জন্য মঙ্গলবার ভোরবেলায় বন্ধদের সঙ্গে হাওড়া থেকে আসা আপ মেদিনীপুর লোকালে ওঠেন উলুবেড়িয়ার জোয়ারগড়ি এলাকার বাসিন্দা বছর ২৭-এর সনৎ দলুই।
ট্রেনটি বীরশিবপুর ঢোকার ঠিক আগে হঠাৎ ট্রেনের বাইরে মুখ বার করে থুথু ফেলতে যায় সনৎ। ঠিক তখনই বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা লাগে তার। এরপরেই খবর দেওয়া হয় জিআরপিকে। ঘটনাস্থলে রেল পুলিশ এসে আহত সনৎ দলুইকে উদ্ধার করে স্থানীয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। জখম গুরুতর থাকায় তাকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতের মাথায় গুরুতর চোট লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পরিবারের তরফ থেকে জানা গিয়েছে দোল উৎসব উপলক্ষ্যে ফুল কিনতে মেদিনীপুরের কোলাঘাট যাচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন