নয়াদিল্লি : শ্রীদেবীর মৃত্যুতে দাউদ যোগের বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী। শ্রীদেবীর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার অভিনেত্রীদের সঙ্গে দাউদের যে অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিষয়টির উপর আমাদের একটু নজর দেওয়া উচিত।
প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্তমানে বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী দাবি করেন যে শ্রীদেবী কোনওদিনই মদ্যপান করতেন না। তবে কি করে তার শরীরে মদ পাওয়া গেল। তার মতে শ্রীদেবীর মৃত্যুর তদন্ত ঠিক করে হচ্ছে না। কারণ মিডিয়াতে যে রিপোর্ট উঠে আসছে তাও যথাযথ বলে মনে হচ্ছে না। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। শ্রীদেবীর মৃত্যুর বিষয়ে দুবাই পুলিশের তদন্তে সন্তুষ্ট নন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
প্রসঙ্গত শ্রীদেবীর মৃত্যুতে একটার পর একটা তথ্য উঠে আসছে। প্রশ্ন উঠছে বিয়ের অনুষ্ঠানের পরে স্বামী ও ছোট মেয়ে খুশি চলে এলেও কেন শ্রীদেবী একা দুবাইতে রয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগে ৪৮ ঘণ্টা ধরে হোটেলের ঘর থেকে কেন বেরোননি তিনি। সুব্রাহ্মণ স্বামীর আগে উত্তরপ্রদেশের বর্ষীয়ান নেতা অমর সিংও জানিয়েছিলেন যে তিনি শ্রীদেবীকে কোনও দিন মদ্যপান করতে দেখেননি। পাশাপাশি অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে বলিউডের বহু নায়ক এবং নায়িকার সম্পর্ক রয়েছে। সেই দিকেই ইঙ্গিত করেই এই কথা বলেছেন বিজেপি সাংসদ সুব্রাহ্মণ স্বামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন