কলকাতা : বাংলার হিন্দু মা-বোনেরা পকেটে লঙ্কার গুঁড়ো রাখুন। বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ বুধবার এই আবেদন করে এসপ্লানেডের সমাবেশে বলেন, “"মুসলিমরা ওঁদের সর্বস্ব হরণ করার চেষ্টা করছে। এই জিনিস চলতে দেওয়া যায় না। আর, সংখ্যায় দ্রুত বাড়ছে মুস্লিম। আপনারা অন্তত আরও একটি করে সন্তানের জন্ম না দিলে অচিরে এ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে।"
প্রদীপ্তানন্দজী অভিযোগ করেন, “অসহিষ্ণুতাই ইসলামের প্রধান চরিত্র। দেশভাগের যুক্তি হিসাবে ওরা খাড়া করিয়েছিল কোরানের নিদানকে। ওরা কখনও ভারতকে মা বলে গ্রহন করেনি করবেও না। হিন্দুদের ভগবান কখনও হিংসার কথা বলে না। এখনই যদি সতর্ক না হই, হিন্দুদের খুব দূর্দিনের সামনে পড়তে হবে।"
মহারাজ বলেন, “পুলিশের কী অবস্থা, দেখতেই পারছেন! মা-বোনদের ইজ্জৎ হরণের যে চেষ্টা চলছে, তাতে ওঁদের নিজেদেরই সতর্ক হতে হবে। তাই লঙ্কার গুঁড়োর প্যাকেট সঙ্গে রাখার কথা বলছি ওঁদের। হিন্দু ধর্ম সহিষ্ণুতার কথা বলে! কিন্তু তারও একটা সীমা আছে! ১৪ পুরুষের ভিটেমাটি ছেড়ে ওপাড় থেকে আমাদের চলে আসতে হয়েছিল। যা অবস্থা হচ্ছে, আবার বুঝি ভিটেমাটি ছাড়তে হবে এই বাংলায় অনেককে! মা দুর্গা থেকে হিন্দু দেবদেবীরা সকলেই অসুর নিধনের জন্য কোনও না কোনও অস্ত্র তুলে নিয়েছিল স্বহস্তে। রাক্ষস নিধনের জন্য আমাদেরও হাতে অস্ত্র তুলে নিতে হবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন