আগরতলা: ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। এরই মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার রাতে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটানো হয়েছে। তালিকায় রয়েছে আইপিএস, টিপিএস-সহ ১৪ জন পুলিশ আধিকারিকের নাম। আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে৷ হাতে রয়েছে মাত্র আর কয়েকদিন৷ এরই মধ্যে চটজলদি সিদ্ধান্তে রাজ্য পুলিশে বড় ধরনের রদবদল ঘটানো হল সোমবার রাতে৷
এ বিষয়ে মোট তিনটি পৃথক নির্দেশ বেরিয়েছে। মোট ১৪ জন আইপিএস, টিপিএস পুলিশ অফিসারকে হয় অন্যত্র নয়তো অন্য দফতরে রদবদল করা হয়েছে। বনমালিপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অমল চক্রবর্তীর বড় ভাই এসপি সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত নমিনেটেড আইপিএস আধিকারিক কমল চক্রবর্তীকে পুলিশ হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন দফতরের এআইজিপি-র দায়িত্ব দেওয়া হয়েছে৷ এসপি সিকিউরিটি ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত আইপিএস শংকর দেবনাথকে এসপি সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে৷ পুলিশের হাউজিং অ্যন্ড কনস্ট্রাকশনের এআইজিপি-র অতিরিক্ত দায়িত্বভার থেকে মুক্ত করা হয়েছে আইপিএস আধিকারিক সরস্বতী আরকে৷ এই দায়িত্বভারই দেওয়া হয়েছে কমল চক্রবর্তীকে৷
অন্যদিকে, একটি পৃথক অর্ডারে আরও নয় টিপিএস গ্রেড টু অফিসারকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী আশিস দেবনাথকে পাঠানো হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ডেপুটি পুলিশ সুপার করে৷ নিরুপম দত্তকে পাঠানো হয়েছে একই পদে গোমতী জেলায় ৷ অভিজিৎ দাসকে পাঠানো হয়েছে একই দায়িত্বে সিপাহিজলায়৷ রঞ্জন দেওয়ানকে করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার ডিএসপি৷ দাসিরাম রিয়াংকে করা হয়েছে ধলাইয়ের ডিএসপি ৷ সোনাচরণ জমাতিয়াকে করা হয়েছে খোয়াইয়ের ডিএসপি ৷ সৌম্য দেববর্মাকে করা হয়েছে দক্ষিণ জেলার ডিএসপি ৷ রত্নসাধন জমাতিয়াকে করা হয়েছে পশ্চিম ত্রিপুরার ডিএসপি এবং সল্পকুমার জমাতিয়াকে করা হয়েছে ঊনকোটির ডিএসপি ৷
অন্যদিকে, খোয়াইয়ের কল্যাণপুর থানার ওসি তথা সাব-ইন্সপেক্টর দিব্যেন্দু রায়কে বদলি করে নিয়ে আসা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার এসপি অফিসের ইন্সপেক্টর পদে৷ এই দায়িত্বে পশ্চিম জেলার এসপি অফিসের ইন্সপেক্টর সৌমেন দাসকে পাঠানো হয়েছে৷
তিনটি অর্ডারেই বলা হয়েছে অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য৷ আজই আনেকে নতুন দায়িত্ব নিয়ে নিয়েছেন। বিভিন্ন দিক থেকে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যখন বহু আধিকারিকের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং পক্ষপাতিত্ব এবং বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন