কলকাতা: আগামী মার্চ মাসে ২২৩০৯/২২৩১০ হাওড়া-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক এসি এক্সপ্রেস বন্ধ থাকবে। এর কারণ হিসাবে পূর্ব রেল ‘যাত্রী স্বল্পতার’ কথা জানিয়েছে। হাওড়া থেকে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল ৬, ১৩, ২০ ও ২৭ মার্চ। আবার, হাওড়ামুখী ফিরতি ট্রেনগুলির ছাড়ার কথা ছিল ৭, ১৪, ২১ ও ২৮ মার্চ।
মঙ্গলবার পূর্বে রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হলেও এই ঘোষনায় অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। কারণ, সম্প্রতি রেলের এক ঘোষণায় বলা হয় ধাপে ধাপে অলাভজনক রুট্গুলি তুলে দেওয়া হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে নবান্ন থেকে এর কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই রেলের তরফে জানানো হয়, কোনও অলাভজনক রুট বন্ধ করা হবে না। যাত্রীদের একাংশের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি একবারে অলাভজনক রুট বন্ধ না করে এ ভাবেই কমিয়ে দেওয়া হবে চিহ্নিত ট্রেনগুলি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন