কোচি শিপইয়ার্ডে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে গেলেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন - Aaj Bikel
কোচি শিপইয়ার্ডে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে গেলেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন

কোচি শিপইয়ার্ডে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে গেলেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন

Share This


কোচি : কোচি শিপইয়ার্ডে ওএনজিসি-র জাহাজে বিস্ফোরণের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার| বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন| তিনি বলেছেন, এই মুহূর্তে কেরল পুলিশ, ফ্যাক্টরি ও ব্রয়লার ডিপার্টমেন্ট এবং শিপইয়ার্ডের তরফে দুর্ঘটনার তদন্ত চলছে| সমস্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে| তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণন আরও জানিয়েছেন, এই ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করতে চায় কেন্দ্র| বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেনসিক বিশেষজ্ঞ দলও|

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ওএনজিসি-র জাহাজ মেরামতির সময় জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে কোচির শিপইয়ার্ড লিমিটেড চত্বর| ঘড়ির কাঁটায় সকাল তখন এগারোটা হবে, আচমকাই জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুনে ঝলসে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান পাঁচ জন শ্রমিক| এছাড়াও গুরুতর জখম হন অন্তত ১২ জন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জাহাজের জলের ট্যাঙ্কে বিস্ফোরণের পরই আগুন লেগে যায়| এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার|

কোন মন্তব্য নেই: