গুয়াহাটি : উমানন্দ মন্দিরে তৈরি হবে আধুনিক বিশ্রামাগার। গুয়াহাটি শোধনাগার প্রদত্ত ২০ লক্ষ টাকার অনুদানে তৈরি হবে এই বিশ্রামাগার। বুধবার মহাশিব চতুর্দশী উপলক্ষে উমানন্দ মন্দির দৰ্শন করে প্রস্তাবিত বিশ্রামাগারের শিলান্যাস করেছেন গুয়াহাটি মহানগরের জেলাশাসক ডঃ এম অঙ্গমথু।
বিশ্রামগারের শিলান্যাস করে জেলাশাসক জানান, খুব শীঘ্ৰই উমানন্দ মন্দির চত্বরে নিৰ্মাণ হবে আধুনিক প্ৰসাধন কক্ষও। এদিন যে বিশ্রামাগারের শিলান্যাস করেছেন তাতে থাকবে আধুনিক সব সুবিধা। তাছাড়া সরকারি নানা প্রকল্পের কথা জানিয়ে তিনি জানান, উমানন্দ মন্দিরের সামগ্ৰিক উন্নয়নের পাশাপাশি সোনালি বানর সংরক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান জেলাশাসক এম অঙ্গমুথু।
মঙ্গলবার রাতে সংকল্প-এর মাধ্যমে মহাদেবের পুজোর সূচনা হয় উমানন্দ মন্দিরে। বুধবার ব্রাহ্মমুহূর্তে মন্দিরের কপাট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলে কাতারে কাতারে ভক্তকুল গিয়ে নানা উপাচারে শিবের পুজো দেন। হাতে হাতে ফুল-বেলপাতা-ধূপধুনো-ভোগসামগ্রী নিয়ে শিবের পুজো দিয়েছেন ভক্তরা। তাছাড়া দুধ ঢেলে অভিষিক্ত করেছেন শিবলিঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন