বিমান হামলায় খতম ছ’য় তালিবান জঙ্গি - Aaj Bikel
বিমান হামলায় খতম ছ’য় তালিবান জঙ্গি

বিমান হামলায় খতম ছ’য় তালিবান জঙ্গি

Share This

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে মার্কিন বায়ুসেনা হামলায় খতম হল অন্তত ৬ জন তালিবান জঙ্গি৷ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মার্কিন বায়ুসেনা হামলায় খতম হয়েছে ৬ জন তালিবান জঙ্গি৷ নিহত জঙ্গিদের মধ্যে তালিবান জঙ্গি সংগঠনের স্থানীয় নেতাও রয়েছে৷ নিহত তালিবান জঙ্গির নাম হল, মুল্লাহ ঘাজি৷ এছাড়াও আহত হয়েছে চারজন তালিবান জঙ্গি৷


উরুজগান প্রদেশের নিরাপত্তা প্রধান আব্দুল ওমারি জানিয়েছেন, আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনী বায়ুসেনা হামলা চালায়৷ বায়ুসেনা হামলায় ৬ জন তালিবান জঙ্গির মৃতু্যর পাশাপাশি বহু আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক নষ্ট করে দেওয়া হয়েছে৷ এই ঘটনা সম্পর্কে তালিবান জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি৷ উল্লেখ্য, কিছুদিন আগেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ধারাবাহিক বিমান হামলায় খতম হয় ৪০-এরও বেশি তালিবান জঙ্গি৷ জখম হয়েছিল কমপক্ষে ২০ জন তালিবান জঙ্গি৷

কোন মন্তব্য নেই: