শ্রীনগর: পর্যটকদের প্রিয় কাশ্মীর উপত্যকার গুলমার্গে তুষারধসে চাপা পড়ে প্রাণ হারালেন একজন রাশিয়ান স্কিয়ার| এছাড়াও আরও চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| গত সোমবারই প্রশাসনের তরফে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জেলায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল| তা সত্ত্বেও স্কি করেন কয়েকজন বিদেশি পর্যটক, তাঁদের মধ্যে একজন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে| প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে চারজনকে|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গুলমার্গে তুষারধসে চাপা পড়ে মৃতু্য হয়েছে একজন রাশিয়ার স্কিয়ারের| তুষারধসের কবল থেকে আরও চারজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে| উল্লেখ্য, তুষারধসের কারণে চলতি বছরে এখনও পর্যন্ত দু’জন বিদেশি নাগরিকের মৃত্যু হল গুলমার্গে| জানুয়ারি মাসের ১৮ তারিখ গুলমার্গে তুষারধসে চাপা পড়ে প্রাণ হারান একজন সুইডশ স্কিয়ার|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন