কলকাতা হাইকোর্টে বোমাতঙ্ক - Aaj Bikel
কলকাতা হাইকোর্টে বোমাতঙ্ক

কলকাতা হাইকোর্টে বোমাতঙ্ক

Share This

কলকাতা: শুক্রবার সকালে একটি ব্যাগকে ঘিরে রীতিমত রহস্য দেখা দিল কলকাতা কলকাতা হাইকোর্টে । তিনতলার একটি ঘরের সামনে পড়েছিল ব্যাগটি । হাইকোর্টের কর্মীরা মনে করেন ওই ব্যাগটির মধ্যে বোমা রয়েছে । তারপরই ওই পরিত্যক্ত ব্যাগটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে হাইকোর্ট চত্বরে ।


সেই সময় তিনতলার বিভিন্ন ঘরে তখন বিভিন্ন মামলার শুনানি চলছিল । তিনতলায় তখন ভরা এজলাস । সকাল সাড়ে ১১ টা নাগাদ তিনতলায় কোর্ট অফিসারদের ঘরের সামনে একটি বেঞ্চের উপর ব্যাগটি প্রথম পড়ে থাকতে দেখেন এক হাইকোর্ট কর্মী । দীর্ঘক্ষণ ধরেও ওই ব্যাগের কোনও মালিকানা খুঁজে না পাওয়া যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাইকোর্টে । এরপরই ব্যাগ সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলেন হাইকোর্টে ডিউটিরত পুলিশ কর্মীরা । খবর দেওয়া হয় বম স্কোয়াডে । ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন হাইকোর্টের কর্মীরা । উদ্ধার হয় ব্যাগটি । 

বম স্কোয়াডের কর্মীরা এসে অবশ্য ওই ব্যাগ থেকে বেশকিছু মামলার নথি উদ্ধার করেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও মামলাকারী ভুলবশত ব্যাগটি ওই জায়গায় ফেলে রেখে যান । এদিকে এই ঘটনায় দিনের ব্যস্ত সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালতে । এইরকম একটি ব্যাগকে ঘিরে আতঙ্ক কলকাতা হাইকোর্টের নতুন নয়, এই ধরনের ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে ।

কোন মন্তব্য নেই: