ডায়মন্ডহারবার: বিদেশে চাকরির আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত যুবকের নাম বাপন মন্ডল৷ ওই যুবক ডায়মন্ডহারবারের সরিষার বাসিন্দা৷ বিদেশে চাকরি নিয়ে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছিল বলে অভিযোগ৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ বাপনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাঁর বাড়ি থেকে অভিযোগকারীর নগদ ৬০ হাজার টাকা ও পাসপোর্ট-সহ বেশকিছু নকল নথি পায় পুলিশ। এই অপরাধমূলক চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে দক্ষিণ ২৪ পরগনার উস্তির শিরাকোলে একটি ট্র্যাভেল এজেন্সিতে কাজ করত বাপন৷ কাজের সূত্রে তার সঙ্গে ভিন রাজ্যের কয়েকটি এজেন্সির যোগাযোগ হয়। এরপরেই ট্র্যাভেল এজেন্সির কাজ ছেড়ে দিয়ে সে বাড়িতে বসে অনলাইন কনসালটেন্সি খোলে। এমনকি বিদেশে চাকরির জন্য বিজ্ঞাপনও দেয়।
বিদেশে চাকরি পাওয়ার আশায় ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের রামাশিস বিশ্বকর্মা নামে এক ব্যক্তি বাপনের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করে। ওই ব্যক্তির অভিযোগ, তার থেকে কাজের জন্য অনলাইন ট্রান্সফারের মাধ্যমে ৬০ হাজার টাকা নেয়৷ পাসপোর্টও নেয়৷ কিছুদিন পর তাকে একটি নকল অফার লেটার দেওয়া হয়। তারপরেই বাপন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিশ্বকর্মাবাবু ওই নকল অফার লেটারে থাকা কোম্পানির নাম খোঁজ করলে আসল ঘটনা তাঁর কাছে পরিষ্কার হয়ে যায়।
এই ঘটনায় উপযুক্ত প্রমাণ নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রামাশিস বিশ্বকর্মা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন