জাতীয় পুরুষ ও মহিলা হকিদলকে স্পনসর করবে এই সরকার - Aaj Bikel
জাতীয় পুরুষ ও মহিলা হকিদলকে স্পনসর করবে এই সরকার

জাতীয় পুরুষ ও মহিলা হকিদলকে স্পনসর করবে এই সরকার

Share This

 ভুবনেশ্বর: জাতীয় পুরুষ ও মহিলা হকিদলকে স্পনসর করবে ওড়িশা সরকার। অাগামী পাঁচ বছরের জন্য এই স্পনসরশিপের দায়িত্ব ভার থাকবে ওড়িশা সরকারের উপর। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একথা ঘোষণা করে বলেন, ভারতীয় হকি দলের পাশে দাঁড়াতে পেরে খুব খুশি। পাশাপাশি ওড়িশা সরকারকে এই সুযোগ দেওয়ার জন্যও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অারও বলেন, ওড়িশার তপশীলী উপজাতিভুক্ত ছেলেমেয়েরা হকি খেলার ক্ষেত্রে অাগ্রহ পাবে। দেশের এই প্রথম কোনও রাজ্য, নিজেদের উদ্যোগে হকির জাতীয় দলকে স্পনসর করছে। অাসন্ন হকি বিশ্বকাপে দেশের সকলে হকি খেলার পাশে থাকার অাহ্বান জানান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

কোন মন্তব্য নেই: