ত্রিপুরার উন্নয়নে সরকার বদলের ডাক - Aaj Bikel
ত্রিপুরার উন্নয়নে সরকার বদলের ডাক

ত্রিপুরার উন্নয়নে সরকার বদলের ডাক

Share This

আগরতলা: বামশাসনে উন্নয়ন কোনও ভাবেই সম্ভব নয়। কমিউনিস্টরা উন্নয়ন বিরোধী। বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আগরতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দুই দশকের বেশি সময় ধরে এই রাজ্যে কমিউনিস্টরা লাল জমানা চালিয়ে আসছে। লোকতন্ত্র এবং জনগণের সরকারের মূল দায়িত্ব থেকে সরে এসে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ২৫ বছর ধরে এভাবে চলে আসছে। এ সবের প্রতিবাদ করার কোনও অধিকারই ছিল না। জনগণের দ্বারা নির্বাচিত সরকার স্বাভাবিক নিয়মে উন্নয়নে গুরুত্ব দেয়। কিন্তু ত্রিপুরার বামফ্রন্ট সরকারই এর ব্যতিক্রম।

তিনি বলেন, "আগরতলা শহরে সম্প্রতি বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছে। যদিও বর্তমান সরকার এটাকে তাদের সাফল্য হিসাবে বর্ণনা করেছে। কিন্তু চলতে গিয়ে লাল লাইট দেখলেই দাঁড়িয়ে যেতে হয়। লাল লাইট মানেই থেমে যাওয়া। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে লাল রংকে বর্জন করে উন্নয়নের জন্য, এগিয়ে চলার জন্য গেরুয়া আর সবুজকে আনতে হবে। তবে উন্নয়ন দ্রুতগতিতে শুরু হবে। ত্রিপুরায় লাল থাকলে উন্নতি কখনও হবে না।" এবারের নির্বাচনকে সাধারণ কোনও নির্বাচন মানতে নারাজ প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই নির্বাচন রাজ্যের মানুষের ভাগ্য নির্ধারণ করবে।

কোন মন্তব্য নেই: