আরাধ্য শিবের স্তুতিতে মাতাল ডিমা হাসাও জেলা - Aaj Bikel
আরাধ্য শিবের স্তুতিতে মাতাল ডিমা হাসাও জেলা

আরাধ্য শিবের স্তুতিতে মাতাল ডিমা হাসাও জেলা

Share This

হাফলং   : মহাশিবরাত্রিকে ঘিরে উৎসবমুখর হয়ে পড়েছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও। আজ অসমের অন্যতম পাহাড়ি জেলার শৈলশহর হাফলংয়ের শতাব্দীপ্রাচীন কালীমন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। শুধু হাফলং কালীমন্দির নয়। দেবীমন্দির, হাফলং বাজার কালীমন্দির, হাগজারনগর কালীমন্দির সর্বত্রই ছিল ভক্তদের ভিড়।

সকাল থেকেই যুবক-যুবতী, পুরুষ-মহিলা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন এবং লাইন দিয়ে শিবের পুজো দিয়েছেন। কোথায় কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। ডিমা হাসাও জেলায় মহাশিবরাত্রি সব সময় এক অন্য মাত্রা পায়। কারণ পাহাড়ি জেলার ডিমাসা জনগোষ্ঠীর মানুষজনের আরাধ্য ঠাকুর শিব। তাই তাঁরা পরম্পরা অনুযায়ী শিবের আরাধনা করেন। কোনও অনুষ্ঠানের আগে ‘ব্রাই শিবারাইয়ঃ’ (ওম শিবায় নমঃ) মন্ত্রোচ্চারণ করে তাঁদের অনুষ্ঠান শুরু হয়। তাই মহাশিবরাত্রিতে ডিমাসা জনগোষ্ঠীর মানুষ মন্দিরে মন্দিরে শিবের আরাধনায় মেতে উঠেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।

কোন মন্তব্য নেই: