আফগানিস্তানে বিমান হামলায় খতম ৪৩ জন তালিবান জঙ্গি - Aaj Bikel
আফগানিস্তানে বিমান হামলায় খতম ৪৩ জন তালিবান জঙ্গি

আফগানিস্তানে বিমান হামলায় খতম ৪৩ জন তালিবান জঙ্গি

Share This

কাবুল : আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ধারাবাহিক বিমান হামলায় খতম হল ৪০-এরও বেশি তালিবান জঙ্গি| কান্দাহারের পুলিশ সেক্রেটারি জি আফ্রিদি জানিয়েছেন, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ধারাবাহিক বিমান হামলায় খতম হয়েছে ৪৩ জন তালিবান জঙ্গি এবং জখম হয়েছে কমপক্ষে ২০ জন তালিবান জঙ্গি| বিমান হামলায় তালিবানদের একাধিক গাড়ি ও মোটরবাইক ধ্বংস হয়ে গিয়েছে|

এদিকে, তালিবান জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, হামলার সময় নিরাপত্তা রক্ষীদের দু’টি আউট পোস্ট ঘিরে ফেলা হয়| তালিবান হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন নিরাপত্তা রক্ষী| যদিও প্রশাসনের তরফ থেকে তালিবান জঙ্গিদের এহেন দাবি খারিজ করা হয়েছে| আফগানিস্তানের কান্দাহার প্রদেশের নেশ জেলায় চারটি ভিন্ন ভিন্ন দিক থেকে সমন্বিত আক্রমণ চালায় তালিবান জঙ্গিরা| তালিবান জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের তীব্র গুলি বিনিময় হয়| এরপরই আফগান প্রশাসনের তরফে দাবি করা হয়, কান্দাহার প্রদেশে ধারাবাহিক বিমান হামলায় খতম হয়েছে ৪৩ জন তালিবান জঙ্গি এবং জখম হয়েছে কমপক্ষে ২০ জন তালিবান জঙ্গি|

কোন মন্তব্য নেই: