আউশগ্রাম : বর্ধমানের আউশগ্রামের গেরাই গ্রামে রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কর্মীদের ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। অভিযোগ, সরকারিভাবে কোটি কোটি টাকা খরচ করে টেন্ডার ডাকা হচ্ছে। কিন্তু, ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে না।
আউশগ্রামের ছোড়া থেকে মানকর যাওয়ার রাস্তাটির সংস্কার ও সম্প্রসারণের কাজ হয়েছিল ২০১৬ সালে। বর্তমানে রাস্তার কিছু অংশ বেহাল হয়ে পড়ে। বিশেষ করে ছোড়া থেকে প্রেমগঞ্জ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। ওই রাস্তার কিছু অংশে জোড়াতালি দেওয়ার কাজ চলছে। সেই সময়ই গেরাই গ্রামের বাসিন্দারা ঠিকাকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। অমরপুর পঞ্চায়েতের সদস্য বাদশা মণ্ডল বলেন, সরকার রাস্তার জন্য প্রয়োজন মতো খরচ করলেও ঠিকাদার ঠিকমতো কাজ করছে না। তাই অল্পদিনেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল বিক্ষোভের জেরে কিছুক্ষণ রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন