শ্রীনগর : শীতের কনকনানি ও ঠাণ্ডার কামড় অব্যাহত গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে| মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাঁপছে কার্গিল, লেহ এবং শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| বৃহস্পতিবার রাতে লাদাখ রিজিওনের কার্গিল শহর ছিল কাশ্মীর উপত্যকার মধ্যে সবথেকে শীতলতম| কার্গিলে বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস| শীতে কাঁপছে লাদাখ রিজিওনের লেহ-ও| লেহ-তে বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস| মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি সেলসিয়াস|
হাড় কাঁপুনি ঠাণ্ডায় কাঁপছে দক্ষিণ কাশ্মীর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| গত কয়েক সপ্তাহের মতো বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস| কোকেরনাগ টাউনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৮ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তথা স্কি রিসর্ট গুলমার্গে বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৬ ডিগ্রি সেলসিয়াস| বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগাম-এ ১৮ জানুয়ারি রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস|
কাশ্মীর উপত্যকা এই মুহূর্তে ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই-কালান’-এর অধীনে| আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি ‘চিল্লাই-কালান’ শেষ হয়ে যাবে, তারপরও জাঁকিয়ে শীত অব্যাহত থাকবে বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন