ধরমাপুরি : পূণ্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় শহিদ সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র হেড কনস্টেবল এ সুরেশ-এর| জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আর এস পুরা সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে শহিদ হন বিএসএফ-এর ৭৮ নম্বর ব্যাটেলিয়নের সদস্য এ সুরেশ| শুক্রবার তামিলনাড়ুর ধরমাপুরিতে পূণ্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বীর সেনা জওয়ানের| চোখের জলে এ সুরেশকে বিদায় জানালেন পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা|
গত ৱুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত সাম্বা জেলার আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক মর্টার হামলা ও গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী| তবে পাকিস্তানি গোলাগুলি বর্ষণে শহিদ হন বিএসএফ-এর ৭৮ নম্বর ব্যাটেলিয়নের সদস্য এ সুরেশ| এছাড়াও মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সি এক কিশোরীর| এ সুরেশ-এর মৃত্যুর পরই বিএসএফ ডিজি কে কে শর্মা জানান, ‘হেড কনস্টেবল এ সুরেশের মৃত্যু বৃথা যাবে না|’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন