অন্ডাল : বর্ধমানের অন্ডালের দামোদরের চরে ঝুপড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে গেল ১৮টি ঝুপড়ি। দগ্ধ হল কয়েকটি গবাদি পশু। ঘটনাটি অন্ডালের মানাচর এলাকায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার রাতে অন্ডালের শ্রীরাম পৌর পঞ্চায়েতের দামোদরের চরে ঝুপড়িতে আগুন লাগে। পরে একটি সিলিন্ডার ব্লাস্ট করলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুড়ে যায় ১৮টি ঝুপড়ি। মৃত্যু হয় বেশ কয়েকটি গবাদি পশুর। বেশ কিছুক্ষণ পর দমকলের একটি ইঞ্জিন কোনওরকমে এলাকায় ঢোকে। এরপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে এলাকায় যান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রূপেশ যাদব। ক্ষতিগ্রস্তদের কীভাবে আশ্রয় দেওয়া যায়, সে বিষয়ে অন্ডালের বিডিও-র সঙ্গে কথা বলেছেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে এরা দামোদরের বুকে বালির চরে ঘর বাঁধে। সেখানেই চাষাবাদ করে। প্রত্যেক বছর বর্ষার সময় চরে জল উঠে গেলে নদীর পাড়ে আশ্রয় নেয় এরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন